করোনা অতিমারি কাটলেও দায়িত্ব থেকে সরে যায়নি রেড ভলান্টিয়াররা

0
96

কলকাতা: করোনা মহামারী চলাকালীন পশ্চিমবঙ্গে একটা নাম খুব প্রচলিত ছিল। তা হল, রেড ভলেন্টিয়ার (Red volunteers)। যারা অসময়ে নিজেদের প্রাণের ভয় না করে ঝাপিয়ে পড়েছিল অন্যের বিপদে। করোনার প্রকোপে অসুস্থ হওয়া মানুষদের কাছে সময়ে পৌঁছে গিয়েছিল অ্যাম্বুলেন্স, অক্সিজেন সহ প্রয়োজনীয় চিকিৎসার সামগ্রী। এমনকি চাল, ডাল ও নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসও। করোনা মহামারীর সময় এই বাম ছাত্রযুবদের উপকার সাধারণ মানুষদের কেউ কখনও ভুলবে না।

বর্তমান সময়ে কেটে গিয়েছে করোনা অতিমারি। কিন্তু দায়িত্ব থেকে সরে যায়নি রেড ভলান্টিয়াররা (Red volunteers)। কলকাতার ৯ নম্নর ওয়ার্ডে রেড ভলান্টিয়ারদের উদ্যোগে পালিত হল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে মোট ১৩০ জন রক্তদাতা উপস্থিত হন। এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফআই-এর কলকাতা জেলার সম্পাদক মহম্মদ আতিফ নিসার এবং ডিওয়াইএফআই-এর কলকাতা জেলার সম্পাদক পৌলবী মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

- Advertisement -